শিগগিরই নবায়নযোগ্য শক্তির উৎস হবে বৃষ্টি

১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:১৫  
এর আগে অনেকবারই বৃষ্টি থেকে বিদ্যুৎ তৈরির চেষ্টা করা হয়েছে, তবে এটি হতে পারে সবচেয়ে কার্যকরী সমাধান। সম্প্রতি গবেষকরা একটি জেনারেটর তৈরি করেছেন, যার মাধ্যমে একটি পানির ফোঁটা থেকে উচ্চ ভোল্ডেজের বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। খবর এনগ্যাজেট। নতুন এই জেনারেটরে ফিল্ড-ইফেক্ট ট্রানজিস্টর-স্টাইল অবকাঠামো ব্যবহার করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে এক ফোঁটা পানি খেকে ১৪০ ভোল্ট অথবা ১০০টি ছোট এলইডি বাল্ব জ্বালানোর মধ্যে শক্তি উৎপাদন করতে পারবে। এই অবকাঠামো ছাড়া আগের উদ্ভাবিত জেনারেটরগুলো হাজার ভাগের চেয়েও কম শক্তি উৎপাদন করতে সক্ষম হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এটিকে চূড়ান্তরূপে আনতে আরও কিছু কাজ করা লাগবে। ভবনের উপরে পিটিএফই/টিন সারফেস ব্যবহার করে শিগগিরই বৃষ্টিকে কাজে লাগিয়ে বাড়ির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি